বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট ডাকাতির পায়তারার অভিযোগ

বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট ডাকাতির পায়তারার অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপি প্রার্থীর কর্মীদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ করা হয়েছে। হামলা-মামলা দিয়ে বিএনপি কর্মীদের মাঠ শূন্য করে আওয়ামী লীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না একতরফা ভোট ডাকাতির পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। 

রোববার দুপুর ১২টায় বরিশাল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী শওকত হোসেন হাওলাদারের পক্ষে এই অভিযোগ করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। 

সংবাদ সম্মেলনে আবুল হোসেন খান বলেন, গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা কোন কারন ছাড়াই কলসকাঠী বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর এবং কর্মীদের বেদম মারধর করে। পরে তারা নিজেদের অফিস ভাংচুর করে বিএনপি উপর দোষ চাপানোর চেষ্টা করে। এ অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। 
সংবাদ সম্মেলনে জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।