ফের ভেসে এলো মৃত ডলফিন কুয়াকাটায়

ফের ভেসে এলো মৃত ডলফিন কুয়াকাটায়

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি শুশক প্রজাতির মৃত ডলফিন।

বৃহস্পতিবার সকালের দিকে সৈকতের তেত্রিশকানি পয়েন্টে এটিকে ভেসে আসতে দেখে স্থানীয়রা। ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

জেলেদের জালে আঘাত পেয়ে ডলফিনটির মৃত্যু হতে পারে বলে ধারনা করা করেছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে সৈকতে গত ১৬ সেপ্টেম্বর একটিসহ এ বছরে মোট ১৯টি মৃত ডলফিন ভেসে আসে।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ শেষে এটিকে মাটিচাপা দেয়া হবে।