ফের হারের মুখ দেখলো মিনিস্টার ঢাকা

ফের হারের মুখ দেখলো মিনিস্টার ঢাকা

ফের হারের মুখ দেখলো বিপিএলের তারকাবহুল দল মিনিস্টার ঢাকা। গতকাল ফরচুন বরিশালকে হারিয়েছিল ঢাকা। আজ মঙ্গলবারের ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে সিলেট সানরাইজার্স। ১৮ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাজমুল ইসলাম।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১০০ রান সংগ্রহ করে অলআউট হয় ঢাকা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন সর্বোচ্চ ৩৩ রান।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৫ রান সংগ্রহ করেন এনামুল হক। পরে মাশরাফির বলে আউট হয়ে ফেরেন তিনি।