ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সাথে বরিশাল-পটুয়াখালী রুটের বাস ড্রাইভার-কর্মচারীরা খারাপ ব্যবহার করায় বাস কাউন্টার ভাংচুর করেছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীর সূত্র মতে, বুধবার বিকেলে ৫ জন মেয়ে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার জন্য বাসে উঠে। কিন্তু বাসের ড্রাইভার ও হেলপার শিক্ষার্থীদের বাস থেকে নেমে যেতে বলেন এবং উদ্যোত্বপূর্ণ আচরণ করেন। শিক্ষার্থীরা বাস থেকে নেমে গিয়ে অপর কয়েকজন শিক্ষার্থীকে বিষয়টি জানালে আহমেদ সিফাত ঘটনাটির প্রতিবাদ করেন। তখন বাসের ড্রাইভার হেলপারসহ কর্মচারীরা তার সাথেও খুব খারাপ ব্যবহার করে এবং খারাপ ব্যবহারের এক পর্যায়ে তাকে বাস মালিক সমিতির অফিসে নিয়ে যায়। বিষয়টি শিক্ষার্থীদের মাঝে জানাজানি হলে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা রূপতলী চলে আসে এবং ঘটনাটির প্রতিবাদ জানায় । এক পর্যায়ে শিক্ষার্থীরা রূপতলীতে অবস্থিত বরিশাল-পটুয়াখালী রুটের অস্থায়ী টিকিট কাউন্টার ভাংচুর করে।
এ বিষয়ে ঘটনায় প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ সিফাত জানান, কয়েকজন মেয়ের সাথে বাসের ড্রাইভার ও কর্মচারীরা খারাপ ব্যবহার করে। ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে আমি তার প্রতিবাদ করি। কিন্তু তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং আমাকে বাস মালিক সমিতির অফিসে নিয়ে যায়। আমার বন্ধু ও সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে রূপতলী এসে ঘটনায় প্রতিবাদ জানায়।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফজলুল হক রাজিব জানান, বিকালে জানতে পারি বাসের ড্রাইভার ও কর্মচারীরা কয়েকজন মেয়ের সাথে খারাপ ব্যবহার করে এবং ঘটনার প্রতিবাদ করায় আহমেদ সিফাতের সাথেও খুব খারাপ ব্যবহার করে । ঘটনাটি শুনে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রূপতলী এসে এ ঘটনায় প্রতিবাদ করি।