বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় ১১ মৃত্যু

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় ১১ মৃত্যু

বগুড়ায় তিন হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনসহ আরও ১১ জন মারা গেছেন। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, গত একদিনে মোট ২৭৯টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হন ৪৬ জন। তাদের মধ্যে সদরে ৩৪ জন, সোনাতলায় ২ জন, আদমদীঘিতে ২ জন, দুপচাঁচিয়ায় ২ জন, কাহালুতে ২ জন এবং সারিয়াকান্দি, ধুনট, শাজাহানপুর ও শেরপুরে ১ জন করে আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৩১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৪৩ জন। আর চিকিৎসাধীন আছেন ৩৪১ জন।