বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপে বরিশাল চ্যাম্পিয়ন

শনিবার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের দুটি ফাইনাল শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জেতেন খুলনার স্বর্ণা রাণী মন্ডল। আর টুর্নামেন্ট সেরার পুরষ্কার পান একই দলের উন্নতি খাতুন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কারও লাভ করেছেন তিনি।
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ বরিশালের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগের ছেলেরা।
খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময় ১১ মিনিটের মাথায় গোলাম রব্বানীর গোলে শিরোপার স্বাদ পায় বরিশালের ছেলেরা। জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে সর্বমোট ৯৮,৭৩০ জন খেলোয়াড় অংশ নেয়।