বিএম কলেজে এলএলবি পরীক্ষায় ৬জন বহিস্কার

বিএম কলেজে এলএলবি পরীক্ষায় ৬জন বহিস্কার

 বরিশালে এলএলবি ১ম পর্বের সমাপনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন বহিস্কার হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে  শনিবার বরিশাল সরকারী বিএম কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকালের পরীক্ষায় মোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মো. হেলাল উদ্দিন ও রুমানা আফরোজ দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ সার্বক্ষণিক পরীক্ষা গ্রহন কার্যক্রম তদারকী করেন।

এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রাজীব আহমেদ।