বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ম্যারাডোনার জন্য নীরবতা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ম্যারাডোনার জন্য নীরবতা

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদনে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করেছে ক্রিকেটাররা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচ শেষে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদনে নীরবতা পালন করা হয়।

এদিন প্রথম ম্যাচে অংশ নেয় মাহমুদউল্লাহ রিয়াদের জেমকন খুলনা ও নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী। দ্বিতীয় ম্যাচে খেলবে মোহাম্মদ মিঠুনের গাজী গ্রুপ চট্টগ্রাম ও মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।

প্রথম ম্যাচ শেষে চার দলের খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার, বিসিবির মাঠ কর্মীরা অংশ নেন নীরবতা পর্বে।

বুধবার ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।