বরিশালে বিস্ফোরক মামলায় ২ জনের ৫ বছর কারাদন্ড

বরিশালে বিস্ফোরক মামলায় ২ জনের ৫ বছর কারাদন্ড

বরিশালে একটি বিস্ফোরক মামলার রায়ে দুই ব্যক্তিকে ৫ বছর করে কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় রিপন ট্রাইব্যুনালে উপস্থিত এবং রুবেল অনুপস্থিত ছিল।

হস্পতিবার বরিশালের জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হল উজিরপুরের দক্ষিণ বরাকোঠা এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে রিপন সিকদার এবং মুন্সিগঞ্জের শ্রীনগর ষোলঘর এলাকার ফারুক মাতুব্বর ওরফে ফকর উদ্দিনের ছেলে রুবেল মাতুব্বর।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি হুমায়ন কবির জানান, ২০১৩ সালের ৮ মার্চ দক্ষিণ বরাকোঠায় রিপন সিকদারের বাড়িতে ষ্টীলের পাইপের মধ্যে বিষ্ফোরক ঢুকিয়ে বিষ্ফোরণ ঘটানোর পর আহত অবস্থায় রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রিপন পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন উজিরপুর মডেল থানায় এসআই হাবিবুর রহমান ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। একই বছর ১৯ মে তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম ওই ২জনকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।