বঙ্গবন্ধুকে হত্যার পিছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে: পংকজ নাথ এমপি

১৫ আগস্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। ১৫ আগস্ট পিতৃহত্যার গভীর অপরাধ বোধের সামনে দাঁড় করায় গোটা জাতিকে। বঙ্গবন্ধুর জীবনব্যাপী ভাবনা জুড়ে ছিলো দেশ, মাটি আর মানুষ। বঙ্গবন্ধু পরাধীন জাতিকে কেবল স্বাধীনতা নয় তিনি দিয়েছিলেন মুক্তির পথ। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে।
রোববার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
মুক্তিযোদ্ধা পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভার পূর্বে ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’ এই গানের মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার মাহেব হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, মুক্তিযোদ্ধা মাস্টার আবুয়াল তছলিম খান, মাষ্টার বিষ্ণুপদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, পৌর কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সরদার সাইফুল ইসলাম, মনির জমদ্দার, সোহেল মোল্লা, সাইফুল ইসলাম বেপারি, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী দাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।