বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় ক্লাব সদস্যরা প্রথমে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কূলের নয়নমনি বরিশালের গৌরব শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। পরে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বেলা ১১ টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মু ইসমাইল হোসেন নেগাবান মন্টু।

সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ১৫ আগস্টের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, বর্তমান কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম চুন্নু, স্থানীয় দৈনিক প্রথম সকালের প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, আজকের বার্তার বার্তা প্রধান শাহজাহান হাওলাদার,  বরিশাল প্রতিদিনের সিনিয়র রির্পোটার কমল সেন গুপ্ত, বরিশাল অঞ্চল পত্রিকার বার্তা প্রধান বেলায়েত বাবলু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আসলে কোন দলের নয়, প্রতিষ্ঠানের নয়। তিনি সার্বজনীন। বঙ্গবন্ধু শোষনমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁকে হত্যার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিলো। আমাদের ইতিহাসকে পিছিয়ে দেয়া হয়েছিল।

বঙ্গবন্ধুর হত্যার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো উল্লেখ করে বক্তারা আরো বলেন, আজ মৌলবাদী শক্তি বটবৃক্ষের মতো সর্বত্র শিকড় গেঁড়ে বসেছে। মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে বঙ্গবন্ধুর চাওয়া ধনী গরীবের মধ্যকার বৈষম্য দূর করতে মৌলবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এম এম আমজাদ হোসাইন, মুরাদ আহমেদ, গোপাল সরকার, আবদুর রাজ্জাক ভুঁইয়া, মোশাররফ হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, জিয়াউদ্দিন বাবু, এম জহির, সুমন চৌধুরী, নাসির উদ্দিন, সুখেন্দু এদবর, রাইসুল ইসলাম অভি, এম লোকমান হোসেন, শামীম আহমেদ,  জুয়েল রানা, ফারুক লিটু, মাসুদ রানা পারভেজ রুবেল প্রমুখ।