বঙ্গবন্ধুর জন্মদিনে বায়োপিকের পোস্টার প্রকাশ

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত বায়োপিকের পোস্টার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ-ভারত প্রযোজিত ছবির নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটি পরিচালনা করেছেন বলিউডের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।
তারকাবহুল এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে দিলারা জামান, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, রিয়াজ, গাজী রাকায়েত, মিশা সওদাগর, রোকেয়া প্রাচী, শতাব্দী ওয়াদুদ, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, জায়েদ খান, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, দীঘিসহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকাতে।
প্রথমে জীবনীনির্ভর এ ছবির নাম নির্ধারণ করা হয়েছিল ‘বঙ্গবন্ধু’। কিন্তু আজ বৃহস্পতিবার প্রকাশিত ছবির পোস্টারে নাম হিসেবে লেখা হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলার পাশাপাশি ইংরেজিতেও একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে নাম লেখা হয়েছে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’।