ব্রাজিলে করোনায় মৃত্যু ছাড়াল ৪ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যায় ৪ লাখ ছাড়াল দেশটিতে। খবর আনাদোলু এজেন্সি’র।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৩ হাজার ১ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৪ লাখ ১ হাজার ১৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৩৮৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লাখ।