বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদ।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ক ম মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আরিফ আহমেদ জুয়েল, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান টমাস ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, পবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইলাম রাকিব ও কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবর মৃধা।
মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, সমন্বয় পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।