ববিতে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সেমিনারটির মাধ্যমে তথ্য দেওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি নিরপনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
রোববার বেলা ১১টায় বরিশাল বিশ^বিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক মো. আছাদুর রহমান। মূখ্য আলোচক ছিলেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধৗাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, জলবায়ু পরিবর্তন রোধে সকলকে সচেতন থাকতে হবে। ভৌগলিকভাবে বাংলাদেশ একটি ঝুকিপূর্ণ এলাকা। এখানকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা একটি বড় চ্যালেঞ্জ। আমরা এখন দুর্যোগের বিষয়ে সঠিক বার্তা আগাম জানতে পারছি এবং পরবর্তিতে করণীয় নির্ধারণ করতে পারছি। ফলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে। তিনি বলেন, শীঘ্রই বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুবিধার্থে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাথে সমঝোতা স্মারক (গঙট) স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে করে বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণা কার্য সুচারুরূপে সম্পাদন করতে পারেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক মো. আছাদুর রহমান বলেন, আবহাওয়া ও জলবায়ু বিষয়ে সর্বস্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যে আবহাওয়া অধিদপ্তর কাজ করছে। বিশ^ ব্যাংকের সহযোগিতায় সচেতনতামূলক এই কার্যক্রম চলমান রয়েছে। এর আগে ৪০টি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অব্যাহতভাবে এই কার্যক্রম পরিচালনা করবে আবহাওয়া অধিদপ্তর।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত আগাম পূর্বাভাস দেওয়া এবং সর্বস্তরের মানুষ এটাকে যাতে ব্যবহার করতে পারে সেই লক্ষ্য নিয়ে এই সচেতনতামূলক কাজ করা হচ্ছে। বাংলাদেশে আবহাওয়া ও জলবায়ু বিপর্যয় সম্পর্কে এখনও সচেতনতা অভাব রয়েছে। মানুষ আবহাওয়া পূর্বাভাসকে তেমন গুরুত্ব দিতে চায় না। যার ফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়। তাই আবহাওয়া ও জলবায়ুগত পূর্বাভাস ব্যবস্থাকে মানুষের দোরগড়োয় পৌছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাপক ভূমিকার রাখতে পারবে।
বরিশাল বিশ^বিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমনিারে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ^াস।