ববিতে বিএমপি পুলিশ কমিশনারের মতবিনিময়

ববিতে বিএমপি পুলিশ কমিশনারের মতবিনিময়

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার সাইফুল ইসলাম (বিপিএমবার) এর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় বিশ^বিদ্যালয়ের কীর্তনখোলা হলে  এ কর্মসূচি পালিত হয়।

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া,  সাবেক অধ্যক্ষ স ম ইনামুল হাকিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঁইয়া (বিপিএমবার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) ফজলুর রহমান,   বিশ্ববিদ্যালয়ের   বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।  

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ‘দেশ ও পরিবারের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কেননা তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। আর এ ক্ষেত্রে আমরা কেবল তোমাদের পথ নির্দেশক মাত্র। তোমাদের নিজেদের জীবন নিজেদেরকেই গড়তে হবে।