বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে গণসংহতি আন্দোলনের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে গণসংহতি আন্দোলনের নেতারা স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি, উন্নয়ন কাজে অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে সরকারের সমালোচনা করেন।
রোববার বেলা ১১ টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, রুবিনা ইয়াসমিন, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহসভাপতি হাছিব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য গণসংহতি আন্দোলন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের যাতাকলে জনগণ পিষ্ট। দেশে নূন্যতম গণতান্ত্রিক পরিবেশ নেই। মানুষের জীবন জীবিকা স্থবির হয়ে পড়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতিতে সরকার চ্যাম্পিয়ন হয়েছে।