বরগুনা হাসপাতালে ডেঙ্গু রোগির রক্তের প্লাটিলেট পরীক্ষা না হওয়ার অভিযোগ

বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগির রক্তের প্লাটিলেট পরীক্ষা হয় না। রোগি এলেই তারা শহরে শরীফ ক্লিকিকে পাঠিয়ে দেয়। সেখান গেলে ৪০০ টাকার বিনিময় রক্তের প্লাটিলেট পরীক্ষা হয়। এমন তথ্য জানালেন ডেঙ্গুতে আক্রান্ত এক রোগি। তিনি এও বলেছেন শরীফ ক্লিনিকে যিনি প্লাটিলেট পরীক্ষা করেন তিনি বরগুনা হাসপাতালের লোক।
অথচ হাসপাতাল কর্তৃপক্ষ জানান , বরগুনা হাসপাতালে প্লাটিলেট পরীক্ষা করা হয়। ডেঙ্গু রোগিদের জন্য ২৪ ঘন্টা হাসপাতালের ল্যাব খোলা থাকার কথা থাকলেও শুক্রবার সকাল ১০ টা হতে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ল্যাব বন্ধ ছিল। ছিলনা তত্ত্বাবধায়ক। এমন কি কোন ডাক্তারকে হাসপাতালে রোগিদের কাছে দেখা যায়নি। অথচ হাসপাতালের হিসাব মতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগির সংখ্যা ২৬ জন। তাদের দেখা শুনা সেবিকারাই করেন। হাসপাতালের দেয়া তথ্যমতে রক্ত পরীক্ষা করার জন্য কীট ক্রয় করেছে ৩০০০ হাজার। ২১ তারিখ হতে ২৩ তারিখ পর্যন্তু ব্যবহার করেছে ৬৫৩। এখনও ২৩৪৭ টি কীট মজুত রয়েছে। কীটের কোন অভাব নেই। হাসপাতালে করিডোরে নির্বিঘ্নে রোগিরা ধূমপান করলেও নিষেধ করার কেহ নেই। চরম অব্যবস্থপনায় চলছে বরগুনা জেনারেল হাসপাতাল।
এ ব্যপারে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃসোহরাফ উদ্দিন বলেন ডেঙ্গু রোগিদের জন্য ২৪ ঘন্টা হাসপাতালের ল্যাব খোলা থাকাবে আমাদের পর্যাপ্ত কীট রয়েছে আমরা বাহিরে কেন পাঠাব যদি কেহ গিয়ে থাকে তাহলে সে ইচ্ছা করেই গিয়েছে।
এ ব্যপারে বরগুনার সিভিল সার্জন বলেন যদি এভাবে কেহ করে থাকে তাহলে তার বিরুদ্ধে তও¦াবদায়কের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহন করব।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ্ বলেন যদি কেহ ডেঙ্গু চিকিৎসার ব্যাপারে অবহেলা ভূল পরার্মশ দিয়ে থাকে তা প্রমানিত হলে মোবাইল কোর্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।