বরগুনার তালতলীতে পুলিশের হাতে গাঁজাসহ আটক ০১

বরগুনা তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের হেলঞ্চবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ফিরোজ নামে এক মাদক ব্যবসায়ীকে বুধবার সন্ধায় গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ। ফিরোজ উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মোঃ খানজাহান আলীর ছেলে।
তালতলী থানার এসআই জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে উপজেলর কড়াইবাড়িয়া ইউনিয়নের হেলঞ্চাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফিরোজকে মাদক বেচাকেনার সময় গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ফিরজকে থানায় এনে ঞ্জীঘাসাবাদ করা হলে সে অনেকদিন যাবত গাজা বিক্রয় করে বলে স্বীকার করে। মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।