পটুয়াখালীতে পরীক্ষায় প্রক্সি দিতে আসায় ৪ জনের সাজা

পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদ সাজা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুুপুরে পটুয়াখালী পলিটেকনিক ও জুবীলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রক্সির এঘটনা ঘটে। পটুয়াখালী পলিটেকনিকেল ইনস্টিটিউট কেন্দ্র থেকে প্রক্সি দিতে আসায় দ্জুনকে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়ায় কিশোরগঞ্জের মোঃ পাভেল (২৬) ও ফরিদপুরের মোঃ জাহিনুর মুন্সি জাহিদ (২৯) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই অপরাধে জুবীলী উচ্চ বিদ্যালয়ে প্রক্সি দিতে আসা পাবনার মোঃ মনোয়ার হোসেন (২৮) ও এনামুল হক ইমন (২৯) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল সাংবাদিকদের জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার পর এদের সন্দেহ হলে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়া গেলে তাদের এ সাজা প্রদান করে কারগারে পাঠানো হয়।