বরগুনার বেতাগীতে বড় দিনের উৎসব পালিত

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি গ্রামের খ্রিষ্টানধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর কঠোর নিরাপত্ততার বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে "বড় দিনের"উৎসব পালন করে।
খৃস্টান সম্প্রদায়কে বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন বরগুনার জেলা প্রশাস মোস্তাইন বিল্লাহ,বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহ্রদ সালেহীন।২৪ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে গীর্জায় নামাজ ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত মাইকেল গোমেজ।স্হানীয় খৃস্টানধর্মাবলম্বীদের নেতা স্বপন গোমেজ সাংবাদিকদের জানান,করোনার কারনে প্রতিবছরের মত এ বছর ব্যাপক অনুষ্ঠানের আয়োজন তারা করেননী।
বৃহস্পতিবার রাত ১০ টায় ৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়। যীশুখৃস্ট তাদের মতে যেহেতু গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন এজন্য গোয়াল ঘরে তার প্রতিকৃতি তৈরী করে সেখানে খৃস্টান পল্লী পরিবারের সকল বয়সের লোকজন শ্রদ্বা জানান।
বৃহস্পতিবার রাত থেকে আলোকসজ্জা ও ধর্মীয় কীর্তনের হয়েছে তাদের পল্লী। আজ সকালে প্রতিটি পরিবার আয়োজন করে সু-স্বাদু খাবার পরিবেশন দিয়ে আম্পায়ন।রাতে অনুষ্টিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্বপন গোমেজ বলেন,স্বাস্হ্যবিধি মেনেই আমরা সকল অনুষ্ঠানের আয়োজন করছি।