বরগুনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ৬ একর জমি দখলমুক্ত

বরগুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন বস্তি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চালায় তারা। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা নিজাম উদ্দিন।
জানা যায়, বরগুনা সদরের হাসপাতাল এলাকায় ৬ একর সরকারি জায়গা দখল করে প্রায় ১৫০ টি পরিবার দীর্ঘবছর যাবত বাড়িঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। এসব অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি জমি উদ্ধারের জন্য ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
এই উচ্ছেদ অভিযানে বরগুনা সদরের ভূমি কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত বিশ্বাস, এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ভূমি কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হাসপাতাল সংলগ্ন প্রায় ৬ একর জমি বিভিন্ন সময় বিভিন্ন লোকের দখলে ছিল। বর্তমানে এ জমিতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে উঠবে এবং সে জন্য এই জমি গণপূর্ত অধিদপ্তর তাদেরকে বরাদ্দ দিয়েছেন। জমি বরাদ্দ দেয়ার পর বার বার দখলকারীদের নোটিশ করা হলেও জমি ছাড়েনি দখলকারীরা। তাই আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন তারা।