মঠবাড়িয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের সমাবেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আনসার ও ভিডিপি এর বার্ষিক সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা আনসার ভিডিপি’র আয়োজনে শহিদ মাখন লাল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবারের সমাবেশে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ২০০ শত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশগ্রহন করেন।
সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট (চ.দা.) মনির আহমেদ, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহম্মেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মঠবাড়িয়া উপজেলা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজুু। সমাবেশে অংশগ্রহকারী ২০০ শত নারী ও পুরুষ আনসার ভিডিপি সদস্যদের মাঝে একটি করে ছাতা ও মগ বিতরণ করা হয়।
মঠবাড়িয়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, মঠবাড়িয়া উপজেলায় ১১ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ১০৮ টি গ্রাম রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদ্যসরা সর্বদা শান্তি শৃংখলা রক্ষায় উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ১৯ জন দলনেতা-নেত্রী এবং পৌরসভার ৯টি ওয়ার্র্ডে মোট ১৮ দলনেতা-নেত্রী কর্মরত রয়েছেন। উপজেলা আইন শৃংখলা রক্ষার কাজে এসকল সদস্যগণ সক্রিয় ভাবে কাজ করে আসছেন।