ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আন্দোলন সংগ্রাম ঐতিহ্য সফল গৌরবের ৭০ বছর পদার্পণ উপলক্ষে বরগুনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এসে র্যালীটি শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারন সম্পাদক মোতালেব মৃধা, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, প্যানেল মেয়র রাইসুল আলম রিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসাইনসহ জেলা আওয়মী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।