বরগুনায় জোরপূর্বক মুক্তিপন
বরগুনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে দক্ষিণ বরগুনায় আজ বিকালে মামুন(২৮) নামের এক ব্যাক্তিকে পূর্ব পরিচয়ের সুত্র ধরে বাসায় নিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে পুলিশ সুৃমন গোলদার (৪০) ও তার কথিত স্রী চম্পা বেগম (৩০) কে আটক করেছে।
সুমন গোলদারের বিরুদ্বে বরগুনার বামনা উপজেলায় বরিশালের একটি ফেইসবুক টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাদাবাজীর একাধিক অভিযোগ রয়েছে।
বরগুনা থানার এস,আই, ওবায়দুল জানান,শুক্রবার বিকালে পূর্ব পরিচয়ের সুত্র ধরে মামুনকে বাসায় ডেকে নেয়। বাসায় নিয়ে তাকে জিম্মি করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে সুমন ও চম্পা। মামুনের সাথে থাকা নগদ ৫ হাজার টাকা তারা নিয়ে যায়। বিকাশের মাধ্যমে তার আত্মীয় আরও ৫ হাজার টাকা পাঠায়। আরো ১০ হাজার টাকা না পেলে মামুনকে ছাড়া হবেনা বলে জানায়। মামুনের আত্মীয় বিষয়টি বরগুনা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলামকে বিষয়টি অবহিত করলে তিনি একটি বিকাশ নাম্বার থেকে টাকা নেবার পরামর্শ দিয়ে সাদা পোশাকে অফিসারদের পাঠান।
বিকাশের দোকান থেকে দাবীকৃত টাকা তুলতে এলে পুলিশ কথিত সাংবাদিক ও তার কথিত স্রী চম্পা ও লিমন (২৪)নামের ৩ জন আটক করে।
বরগুনা থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন,জিম্মি অবস্হা থেকে মামুন উদ্বার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা সত্যতা স্বীকার করেছে এবং এ ব্যাপারে রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির দুলাল বলেন,সুমন গোলদার সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে একাধিক স্হানে চাঁদাবাজি করেছে। তার বিরুদ্বে বামনা থানায় লিখিত অভিযোগ ও রয়েছে বলে তিনি জানান।