বরিশালে করোনা সংক্রমণ নিয়ে ৩জন মারা গেছেন

বরিশালে করোনা সংক্রমণ নিয়ে ৩জন মারা গেছেন

বরিশালে করোনা সংক্রমণ নিয়ে আরো তিন জন রোগী মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬াটা ৭ মিনিটের সময় মারা যান বরিশাল সিটি করপোরশনে এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধুলু সরকার ৬৫। করোনা উপসর্গ নিয়ে তিনি  দুপুর সোয়া দুইটায় হাসপাতালে ভর্তি হন।

এদিকে গত গত বৃহষ্পতিবার দুপুর ১২টায় করোনা উপসর্গ নিয়ে মো. ইউনুস (৬৫) হাসপাতালে ভর্তি হন। গতকাল শুক্রবার রাত ৮টায় তিনি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দার নমুনা সংগ্র করে ল্যাবে পাঠোনো হয়েছ।

অন্যদিকে নূরুল ইসলাম (৫০) নামে পটুয়াখালী জেলার এক রোগী করোনা উপসর্গ নিয়ে রাত ৮টা ৪০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির একটু পরেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তিন রোগী মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

 মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় এবং অন্যজন ভর্তির পরপরই মারা যান।