বরগুনায় নতুন করে বন-কর্মকর্তা, চেয়ারম্যান, প্রকৌশলী -পুলিশ সদস্যসহ আক্রান্ত ৫, মোট আক্রান্ত ১৪২

বরগুনা সিভিল সার্জন অফিসের নিয়ন্রন কক্ষের তথ্যমতে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্য বামনা উপজেলায় বনবিভাগের একজন কর্মকর্তা(৫০) বরগুনার একজন পুলিশ সদস্য রয়েছেন।
অন্য ৩ জনের মধ্যে তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (৬৮) ও বেতাগী পৌরসভার প্রকৌশলী রয়েছেন। (৫১) এবং পাথরঘাটার ইতোপূর্বে করোনা আক্রান্ত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের মা(৫২)।
আজ সকাল পর্যন্ত পাওয়া তথ্যে জেলায় সুস্হ ৭৫ জন। চিকিৎসাধীন ৬৫ জন । মৃত ২ জন । এদিকে মঙ্গলবার জ্বর- কাশ নিয়ে হাসপাতালে পরীক্ষার জন্য আসার প্রস্তুতির সময় করোনা উপসর্গ নিয়ে নিয়ে মারা যাওয়া একজন সঙ্গীত শিল্পীর জানাজা ও দাফন স্বাস্থ্য বিধিমেনে প্রশাসন ও যুব রেডক্রিসেন্ট কর্মীরা সম্পন্ন করেন।