বরগুনায় নিবিড় পর্যবেক্ষণে চীন ফেরত শিক্ষার্থী

বরগুনায় নিবিড় পর্যবেক্ষণে চীন ফেরত শিক্ষার্থী

চীন থেকে আগত শিক্ষার্থী মো. মারুফকে তার গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মনসাতলীতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম জানান, আমরা ১০ ফেব্রুয়ারি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে জানতে পারি চীন থেকে মারুফ নামের একজন চীনা প্রবাসী শিক্ষার্থী বাড়ি ফিরেছে। স্বাস্থ্য কর্মীদের নিয়ে মারুফের বাড়ি গিয়ে তার কাছ থেকে জানতে পারি, ৯ ফেব্রুয়ারী রাতে চীন থেকে বিমানে সে ঢাকা বিমানবন্দের আসে। সেখানে তাকে করোনা ভাইরাস সংক্রামক পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়। ইতোমধ্য তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করে সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে বলে জানান ডা. আব্দুস সালাম। 

আগামী ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা তাকে প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করবেন বলে জানান ডা. সালাম। 

চীন থেকে আগত শিক্ষার্থী মো. মারুফ জানান, ২০১৯ সালের ১ অক্টোবর তিনি চীনে যায়। সেখানে ছিচেন প্রদেশে সিংটুইউ টেকনোলোজী শিক্ষালয় ভর্তি হন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। পরিবারে ৪ ভাই বোনের মধ্য মারুফ দ্বিতীয়। একই বিমানে এলাকার কাসেম নামের আরও একজন দেশে এসেছে বলেও তিনি জানান।