বরগুনায় নির্যাতন ও ধর্ষণের বিচার দাবিতে উদীচীর মানববন্ধন

বরগুনায় নির্যাতন ও ধর্ষণের বিচার দাবিতে উদীচীর মানববন্ধন


সারাদেশে সকল প্রকার নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে বরগুনায় মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী। 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উদীচী বরগুনা জেলা সংসদ ও মাববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন, উদীচী বরগুনা জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া, সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার প্রমুখ.

বক্তরা দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও নীপিড়ণের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।