বরগুনায় পুলিশের হাতে দুই কেজি গাঁজা সহ গ্রেফতার খোকন মোল্লা

বরগুনায় পুলিশের হাতে দুই কেজি গাঁজা সহ গ্রেফতার খোকন মোল্লা

বরগুনা জেলার আমতলী উপজেলার কাঠপট্রি এলাকা থেকে পুলিশ সুপার বরগুনা
মহোদয়ের দিক নির্দেশনায় ওসি আমতলীর নেতৃত্বে এস আই ফয়সাল, এস আই ইমন, এ
এস আই আমিরুল,এ এস আই হাসান,ও এ এস আই সিদ্দিক কর্তৃক ২ (দুই) কেজি গাঁজা
সহ মোঃ খোকন মোল্লা (৪২ ) পিং- মোসলেম মোল্লা, আমতলী সদর ইউনিয়নের গ্রামঃ
চুড়িকাটা, নামে এক জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার জানান, আজ
রবিবার রাতে  (১৮ আগষ্ট) তাং রাত ০৮ঃ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিত্তে খোকন মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে সোমবার তাকে মাদক মামলায়
আদালতে পাঠানো হবে।