বরগুনায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

বরগুনায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২১।

বৃহস্পতিবার  (২৩ ডিসেম্বর) বরগুনা পুলিশ লাইনসে্ এ বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া ২০২১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বরিশাল রেঞ্জর ডিআইজি এস এম আক্তারুজ্জামান বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া ২০২১ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোঃ ছোয়াইব, পুলিশ সুপার, রেঞ্জ কার্যালয় বরিশাল,  এস এম তারেক রহমান অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা, মহরম আলী অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বরগুনা, মোঃ তোফায়েল হোসেন সরকার অতিরিক্ত পুলিশ সুপার, পাথরঘাটা সার্কেল, সমীর সরকার সহকারী পুলিশ সুপার, আমতলী সার্কেল, বরগুনা। আরও উপস্থিত ছিলেন এবিএম গোলাম কবির, মেয়র বেতাগী বরগুনা, গোলাম সরোয়ার টুকু সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগ বরগুনা শাখা এছাড়াও বরগুনা জেলার  বরগুনা সদর, বেতাগী, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক পুলিশ সুপার, বরগুনা।

অনুষ্ঠানের শুরুতে বিকেল ৩টায় বরিশাল রেঞ্জর ডিআইজি এস এম আক্তারুজ্জামান রঙ-বেরঙের বেলুন এবং সদা পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এরপর দুই জন ক্রীড়াবিদের মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে ১০০ মিটার দৌঁড়, বালিশ যুদ্ধ, সুরের তালে তালে বালিশ বদল, ১০০ মিটার হাঁটা, ডার্ট থ্রো, কাবাডি, নারী পুলিশ সদস্যদের মধ্যে হাড়িভাঙ্গাসহ অনেক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, যারা অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে ওঠে। বছরে এ একটি দিনের জন্য বরিশাল রেঞ্জের প্রতিটি সদস্য ও তাদের পরিবার মুখিয়ে থাকে। পুরো অনুষ্ঠানটি ছিল গোছালো ও সুশৃংখল। বরগুনা জেলা পুলিশ সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, খেলোয়াড়রা চমৎকার ক্রীড়া শৈলী দেখিয়েছে। এ ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ।

বরগুনার বার্ষিক পুলিশ সমাবেশ ও বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় বরিশাল এবং বরগুনার বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ সাংবাদিক এবং পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।