বরগুনায় সেবা এবং নিজ দায়িত্ব পালন করায় চিকিৎসকদের সম্মাননা স্বারক প্রদান

বরগুনায় সেবা এবং নিজ দায়িত্ব পালন করায় চিকিৎসকদের সম্মাননা স্বারক প্রদান


প্রাণঘাতী করোনা মহামারিতে সম্মুখ যোদ্ধাদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা প্রদান এবং নিজ দায়িত্ব পালন করায় সম্মাননা স্বারক প্রদান করেছে বরগুনা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন। 

শনিবার (১১ জুলাই) নবনির্মিত বরগুনা হাসপাতালের সম্মেলন কক্ষে এই সম্মাননা স্বারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরগুনা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক ডাঃ ফেরদৌস রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সিভিল সার্জন ডাঃ হুমায়ুন খান শাহীন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বরগুনা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সোহরাব হোসেন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের প্রচার সম্পাদক ও বরগুনা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন'এর উপদেষ্টা ডাঃ মাহবুবুর রহমান কচি।

সিভিল সার্জন ডাঃ হুমায়ুন খান শাহীন বলেন, এই সংকটকালে চিকিৎসকদের এমন ত্যাগ সত্যিই প্রসংশনীয়। জেলাবাসীর পক্ষ থেকে সকল করোনা যোদ্ধাদের জানাই অভিনন্দন। 

এছাড়াও তিনি এমন মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।