বরগুনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার কর্মীদের হামলার অভিযোগ

বরগুনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার কর্মীদের হামলার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) দুলাল ফরাজীর নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নিশানবাড়ীয়া ইউনিয়নের নিদ্রা বাজারে এ হামলার করে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ সময় স্বতন্ত্র প্রার্থী দুলাল ফরাজীর স্ত্রী মাসুদা আক্তারের সাথে প্রচারণায় অংশ নেয়া আলেয়া বেগম, ফাতেমা বেগম, মিনারা বেগম, রিনা বেগম, রহিমা বেগম, ফিরোজা বেগমসহ অন্তত ৮-১০ জন নারী কর্মী আহত হন।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী দুলাল ফরাজীর স্ত্রী মাসুদা আক্তার ১৫-২০ জন নারী কর্মীকে নিয়ে নিদ্রা বাজার এলাকায় ভোট চাইতে গেলে আট-দশটি মোটরসাইকেল যোগে নৌকা সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের ওপর হামলা চালায়। একই সময়ে চেয়ারম্যানের স্ত্রী মাসুদা আক্তারকেও অবরুদ্ধ করে রাখার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজী অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারের জন্য আমার স্ত্রীর সাথে থাকা কয়েকজন নারী কর্মীরা নিদ্রা বাজার এলাকায় ভোট চাইতে গেলে হঠাৎ করে নৌকার সমর্থকদের আট-দশটি মোটরসাইকেল নিয়ে এসে তাদের ওপর হামলা করে। এ সময় বেধড়ক পিটুনিতে ৬ জন নারীকর্মীসহ ১০-১২ আহত হয়েছে।

তবে, হামলার অভিযোগ অস্বীকার করে নৌকা চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান বাচ্ছু বলেন, সব সাজানো নাটক, সব মিথ্যা। তালতলী থানার অফিসার ইনচার্জ ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, স্বতন্ত্র প্রার্থীর নারী সমর্থকদের সাথে হাতাহাতি কথা শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।