বরিশাইল্লা পাকঘরের প্রথম বর্ষপূর্তি পালন

অনলাইন খাবার প্রতিষ্ঠান বরিশাইল্লা পাকঘর ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। গত বুধবার ২৫ আগস্ট বিকেলে ৫ টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে অনলাইন প্রতিষ্ঠান বরিশাইল্লা পাকঘরের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান উৎযাপন করা হয়।
বরিশাইল্লা পাকঘর প্রতিষ্ঠানের উদ্যোক্তা লিসা ইউসুফ বলেন, বরিশাইল্লা পাকঘর অনেক চড়াই উৎরাই শেষে আজ ১ বছর পাড় করলো। প্রতিটি দিন ক্রেতাদের জন্য সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে খাবার তৈরি করে পরিবেশন করার চেষ্টা করে যাচ্ছি। করোনকালে ঘরে বসে খাবার তৈরি করে যথা সময়ে পরিবেশন করাও আমার একটা চ্যালেঞ্জ। আগামীতেও এই ধারা যেনো অব্যাহত রাখতে পারি।
কেক কেটে আলোচনা ও আনন্দ আড্ডার মাধ্যমে বরিশাইল্লা পাকঘর ১ বছর পূর্তি অনুষ্ঠান উৎযাপন করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর এডমিন শাহেদ জামান, অগ্রনী ব্যাংক এর ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দ, শাহজাদা হীরা । আহসান মুরাদ চৌধুরী, মোঃ সুলাইমান সুমন, খায়রুল ইসলাম শামিম এবং বরিশাইল্লা পাকঘর এর কো-পার্টনার মোঃ হারুন অর রশীদ সহ বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর উদ্যোক্তাবৃন্দ।
বরিশাইল্লা পাকঘর মূলত অনলাইন ভিত্তিক একটি খাবারের প্রতিষ্ঠান। বরিশাল জুড়ে বার্গার, পাস্তা, বিরিয়ানি, চিকেন ফ্রাই সহ বিভিন্ন ধরনের খাবার হোম ডেলিভারি করে থাকে।