বরিশাল ঈদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল ঈদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল নগরীতে দোকান খোলা রাখা ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করার ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ২ জন ক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২৩ মে) র‌্যাব-৮ এর সদস্যদের সহযোগীতায়  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা গরের কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা, কালিজিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় ২ জন ক্রেতা এবং সরকারি নিদর্শনা অমান্য করে শারীরিক দূরত্ব বজায় না রেখে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ৬টি দোকানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ঈদের কেনাকাটায় শারীরিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।