বরিশাল কর ভবনে আগুন, চার ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বরিশাল কর ভবনে আগুন, চার ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বরিশাল নগরীর কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিটের  কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ২টা ৫২ মিনিটে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশন সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে। ততক্ষণে অফিস কক্ষের তিনটি এসি, দু’টি স্টিলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ বিভিন্ন ফাইল পুড়ে গেছে।