বরিশাল কারাগারে হাজতির মৃত্যু

বরিশাল কারাগারে হাজতির মৃত্যু

বরিশাল কেন্দ্রীয় কারাগারে রেজাউল করিম ওরফে হাবুল আমিন (৪৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রেজাউল জেলার গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের আব্দুল জব্বার বেপারীর ছেলে এবং তিনি গৌরনদী থানার জিআর ২২৪/২০১৯ নম্বর মামলার আসামী ছিলেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন জানান, গতকাল রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ করে রেজাউলের বুকে ব্যথা শুরু হয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেজাউলের মৃত্যু হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন।