বরিশাল কেন্দ্রীয় কারাগারের নতুন জেলার নূর মোহাম্মদ

বরিশাল কেন্দ্রীয় কারাগারে জেলার হিসেবে যোগদান করেছেন বাউফলের সন্তান নূর মোহাম্মদ মৃধা। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তিনি এই পদে যোগদান করেন।
এর আগে ২০০৮ সালে তিনি ডেপুটি জেলার হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন। পরবর্তীতে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার এবং সর্বশেষ রাজবাড়ী জেলা কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন। বরিশালে দায়িত্ব গ্রহনের পর তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
নুর মোহাম্মদ মৃধা পটুয়াখালীর বাউফল উপজেলার ১৪ নম্বর নওমালা ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের বটকাজল গ্রামের মতিয়ার রহমান মৃধার ছেলে।