কাল নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

কাল নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, সমাবেশের অনুমতি পাওয়া গেছে। আগামীকাল (শনিবার) বেলা ২টায় সমাবেশ শুরু হবে।

এর আগে, সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার ফোরাম আয়োজিত সিটি নির্বাচনের অভিজ্ঞতা বনাম ভোটের অধিকার শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও সমাবেশের অনুমতির কথা জানান।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের শক্তিশালী হয়ে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।

এ সময় সিটি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির চলমান আন্দোলনের অংশ ছিল বলেও জানান তিনি।

সিটি নির্বাচনে বিএনপি শতভাগ আচরণবিধি মানলেও আওয়ামী লীগ তা ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন আমির খসরু।