বরিশাল ক্যাডেটে শতভাগ জিপিএ-৫

বরিশাল ক্যাডেটে শতভাগ জিপিএ-৫
প্রতিবছরের ন্যায় এবছরও এইচএসসি পরীক্ষা ২০১৯ এ বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে বরিশাল ক্যাডেট কলেজ। এবছর ৪৯ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এবং ৪৯ জনই জিপিএ ৫ অর্জণ করেছে। যা শতকরা হিসেবে শতভাগ অর্জন। বৃহষ্পতিবার (১৯ জুলাই) দুপুরে বরিশাল ক্যাডেট কলেজ থেকে প্রেরণ করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। যেখানে কলেজের অধ্যক্ষ কর্ণেল কাজী আনিসুজ্জামান শিক্ষকমন্ডলী, ক্যাডেট, অভিভাবক ও অন্যান্য সকলকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে আরো যত্নবান হওয়ার আহবান জানিয়েছেন।