বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার এবারেও বেড়েছে। যারফলে গেল বছরের তুলনায় দশমিক ১০ ভাগ বেড়ে পাশের হার দাড়িয়েছে ৭০ দশমিক ৬৫ তে। আবার গত বছরের মতো গড় পাশের হারে এবং জিপিএ-৫ বেলায় এবারও ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাশের হার ৭৫ দশমিক ৪৮ ও ছেলেদের পাশের হার ৬৫ দশমিক ৯৫। ফলে গত বছরের থেকে এবছর যেখানে মেয়েদের পাশের হার বেড়েছে ৯ দশমিক ৫৩। যদিও গত বছরের থেকে ছেলেদের পাশের হার খবুই সামান্য দশমিক ৬০ ভাগ বেড়েছে। এদিকে গতবছরের মতো এবছরেও মেয়েরা ছেলেদের থেকে জিপিএ-৫ বেশি পেয়েছে। মেয়েরা মোট ৭৩৫ টি জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা মোট জিপিএ-৫ পেয়েছে ৪৬৬ টি, ফলে ছেলেদের থেকে মেয়েদের মোট ২৬৯ টি জিপিএ-৫ বেশি। তবে গত বছরের থেকে ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রেই জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। গত বছর মোট জিপিএ-৫ ছিলো ৬৭০ টি। যারমধ্যে ছেলেদের ৩ শত এবং মেয়েদের ৩৭০ টি ছিলো। এছাড়াও বিষয় ভিত্তিতে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ফলাফলেও মেয়েরা জিপিএ-৫ ও পাশের হারে বরিশাল বোর্ডে এগিয়ে ছিলো। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে বুধবার (১৭ জুলাই) বেলা ১ টায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলের তথ্যানুযায়ী এবারে ৩৩০ টি কলেজের থেকে ৬৩ হাজার ৫৩৮ পরীক্ষার্থী ১১৮ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগহন করে। আর জেলা ভিত্তিক পাশের হারে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাশ করে প্রথম অবস্থানে রয়েছে। অপরদিকে গোটা বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৩ টি, পটুয়াখালীতে ১ টি ও পিরোজপুর জেলায় ১ টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। তবে কোন বিদ্যালয় থেকেই কেউ পাশ করেনি এমন ঘটনা এবারে নেই বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম।