বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের দ্বার খুলেছে

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ১০ তলা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আনিসুল হক বলেছেন, ‘আমাদের দেশে আধুনিক ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে দেশ ও বিদেশে বিচারকদের বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত সাড়ে তিন বছরে ৮’শ ৫৫ জন বিচারক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও ভারতে প্রশিক্ষণ নিয়েছে। বর্তমান সরকার এই বিভাগের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে চলেছে। বিচারকদের দেশেই বিশ্ব মানের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জুডিশিয়াল একাডেমী গড়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করেছে সরকার।’
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৩টায় আইনমন্ত্রী মো. আনিসুল হক ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে নতুন এই ভবনের উদ্বোধন ঘোষনা করেন। এ সময় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বরিশালের আইনজীবী, রাজনৈতিক, প্রশাসনিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী মো. আনিসুল হক বলেন আরো বলেন, সারা দেশে ৬৪ জেলায় ২ হাজার ৪’শ ৬৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৮ থেকে ১০ তলা বিশিষ্ট আদালত নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে দেশের ৩২ জেলায় এর নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। বরিশালে ৪৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ করা হয়েছে। এতে বরিশাল সহ সারা দেশেই এজলাস সংকট কিছুটা হলেও দূর হবে। একই সাথে ২৭ জেলায় পুরাতন জেলা জজ আদালত ভবন সম্প্রসারণের কাজও চলছে। এর ধারাবাহিকতায় দেশে বিশ্ব মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সভাপতি আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার, বরিশাল ৪ আসনের সাংসদ পঙ্কজ নাথ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, ৬৪ জেলার আদালত ভবন নির্মান প্রকল্পের প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম,বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম, বরিশাল গণপূর্ত জোন এর অতিরিক্ত প্রকৌশলী উৎপল কুমার দে, বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন, বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৈশলী (জিপি) অ্যাড.ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এদিকে বরিশাল গণপূর্ত বিভাগ সূত্র জানায়, নুতন এ ভবনের প্রথম ফ্লোরের আয়তন ১৩ হাজার ৯১২ বর্গ ফুট এবং পরের ৮টি ফ্লোর (দ্বিতীয় তলা থেকে ১০তলা পর্যন্ত) ১২ হাজার ১৫৩ স্কয়ার ফিট আয়তনের করা হয়েছে। ভবনে বিচারক ও বিচার প্রার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ১০ তলা ভবনে ১৩টি এজলাস রয়েছে।
আদালত চত্বরে ১০ তলা বিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ১২ জানুয়ারি। ৩০ মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা থাকলেও ২০১৯ সালের মধ্যভাগে এর নির্মাণ কাজ শেষ হয়। কাজ সম্পন্ন হওয়ার ৩ বছর পর আজ ৩ মার্চ উদ্বোধন হয়েছে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন।