বরিশাল জেলা পরিষদের ৭নম্বর (বাবুগঞ্জ) ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে তালা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন উপজেলার রহমতপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক মাইনুল হোসেন পারভেজ মৃধা। বাবুগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৮০ জন ভোটারের মধ্যে ৭৯ জন ভোটার ভোট দিয়েছে। এর মধ্যে দুটি ভোট বাতিল হয়।
প্রাপ্ত ভোটের মধ্যে পারভেজ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীকের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী পেয়েছেন ২৪ ভোট এবং টিউবওয়েল প্রতীক নিয়ে সফিউল আযম ১৮ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়ন্ত কুমার অপু এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফারজানা বিনতে ওহাব বিগত বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হওয়ায় এই ওয়ার্ডটি শূন্য হয়।