বরিশাল দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১ বছরের কম সময়ের মধ্যে কোন কারন দর্শানো ছাড়াই মঙ্গলবার১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
২ সদস্যের নতুন কমিটিতে সাবেক সংসদ আবুল হোসেন খানকে আহবায়ক এবং সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহীনকে সদস্য সচিব করা হয়েছে।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন স্থানের মোট ৪টি ইউনিট কমিটি ঘোষনা দেয়া হয়।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর মজিবর রহমান নান্টুকে আহবায়ক এবং আকতার হোসেন মেবুলকে সদস্য সচিব করে ৬ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এদিকে নতুন কমিটি ঘোষনার খবরে রাতে সদর রোডের দলীয় কার্যালয়ে ভীর করে উৎসুক নেতা কর্মীরা।