বরিশাল নগরীতে ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বরিশাল নগরীতে ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বরিশালে করোনা এড়াতে স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে ১২জনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার নেতৃত্বে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজার, সদর রোড, নতুন বাজার এবং নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বলেন, সরকার স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকান খোলার অনুমতি দিয়েছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নগরীর চকবাজারের দোকানগুলোতে শারীরিক দূরত্ব রক্ষা এবং মাস্ক ব্যবহার না করায় ৫ দোকানী ও কর্মচারীকে ৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া সদর রোড, নথুল্লাবাদ ও নতুনবাজার এলাকায় শারীরিক দূরত্ব রক্ষা ও মাস্ক ব্যবহার না করায় আরও ৭ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।