বরিশাল নগরীর ৩০ওয়ার্ডে কোরবানির জন্য ১৪২স্থান

বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন (বিসিসি)। এছাড়া পশু কোরবানির ৬ ঘণ্টার মধ্যে নগরীর সকল বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে।
বিসিসি’র প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, মেয়র সাদিক আবদুল্লাহ’র নির্দেশে নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ভরে রাখতে পর্যাপ্ত ব্যাগ এবং পশু জবাইয়ের স্থান জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে।
কোরবানি শেষ হওয়ার পর দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করবে সিটি কর্পোরেশন। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের জন্য পরিচ্ছন্নতা বিভাগের ১ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পানি শাখার কর্মীরাও কাজ করবে বলে তিনি জানান।