বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি’র কর্মী সভা

বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা করেছে বিএনপি।
শনিবার ৯ এপ্রিল বিকেলে বরিশাল নগরীর স্ব-রোডের মোহনা কমিউনিটি হলে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির।
বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, হাবিবুর রহমান টিপু, শাহ্ আমিনুল ইসলাম আমিন ও সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, সাইফুল আনাম বিপু, আরিফুর রহমান বাবু, জাহিদুর রহমান রিপন, সদস্য ইয়াসিন আরাফাত, সরোয়ার হোসেন, তছলিম উদ্দিন ও মো. আসাদুজ্জামান মারুফ।
সভায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি’কে শক্তিশালী করতে আগামীতে যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠন করার কথা বলেন নেতারা। একই সাথে সরকার বিরোধী আন্দোলন জোড়ালো করতে নেতাকর্মী সহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।