মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবী বরিশালে

মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবী বরিশালে

কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যার দায় রাস্ট্রকে নেয়া সহ মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ব্যানারে শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

বরিশাল বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক বিজন সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, কাজল দাস, হাফিজুর রহমান রাকিব, আনন্দ মৃত্তিকা নাজ ও লামিয়া সায়মন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অনেকে বলেছে তাকে নিরাপত্তা দিতে কারাগারে রাখা হয়েছে। এই সরকার কি জেলে রেখে একজন শিক্ষককে নিরাপত্তা দিচ্ছে। এটা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। তার পরিবারও হুমকির মধ্যে রয়েছে। তারা এসব ঘটনার বিচার দাবী করেন। মানববন্ধন শেষে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।