বরিশাল নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশালে সকল পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বরিশালের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

এসময় উপস্থিত ছিলেন,বরিশালের ( অতিরিক্ত) জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃরফিকুল ইসলাম,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (অতিরিক্ত) প্রধান প্রকৌশলী মোঃনুরুল ইসলাম সরকার,(অতিরিক্ত) উপ পুলিশ কমিশনার ফজলুল করীম,বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান,বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথমে বরিশাল নগরীর শ্রী শ্রী শংকর মড পূজা মণ্ডপে পরিদর্শনে গেলে পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে,সাধারণ সম্পাদক সুবোধ দাস শাওন সহ নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর রামকৃষ্ণ মন্দিরর রাখাল চন্দ্র দে,সাধারণ সম্পাদক, স্বামী বিজিতাত্মানন্দ মহারাজ,অমৃত লাল দে সড়কের কারিকর বিড়ি ফ্যাক্টরী পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক শংকর দাস, সদর রোড এলাকার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি,রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বিষু,কাটপট্টি রোডের,চার্চ ওয়ার্ড সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সন্তোষ রঞ্জন দত্ত,সাধারণ সম্পাদক, শোভন কুমার দাস,ফলপট্টি রোডের, শ্রী শ্রী কালীমাতা ঠাকুরাণীর মন্দির,মহানগর দু্র্গা পূজা মণ্ডপ কমিটির সভাপতি,ললিত দাস,সাধারণ সম্পাদক জয়ন্ত দাস সহ সার্বজনীন পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি পূজামণ্ডপ পরিদর্শনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা মণ্ডপের খোজ খবর নেন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। 

শুভেচ্ছা বিনিময়ের সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এ উৎসব বাংলাদেশের ঐতিহ্য। সারাদেশে উৎসবমুখর পরিবেশে এ উৎসব পালিত হচ্ছে।