বরিশাল নগরের সদর রোডে অগ্নিকাণ্ডে ৪ বসত ঘর ভস্মীভূত

বরিশাল নগরের সদর রোডে অগ্নিকাণ্ডে ৪ বসত ঘর ভস্মীভূত
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে নগরের সদর রোডের অনামী লেনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত অশোক দাস জানান, আগুনে তার বসত ঘরের প্রায় সবকিছু পুড়ে গেছে। আগস্টে মেয়ের বিয়ে, প্রস্তুতিও নেওয়া হয়েছিল সেভাবে। এর কারণে ক্ষতির পরিমাণটাও একটু বেশি। দমকল বাহিনী আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়া আর একটিতে মালিক ডা. মোস্তাক ডালি বসবাস করতেন। ফায়ার সার্ভিস জানায়, ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস তদন্ত করে দেখা হচ্ছে।